আজ তথ্য প্রযুক্তির এই মহাযজ্ঞে ডোমেইন(Domain) ও হোস্টিং(Hosting) শব্দ দু'টি অনেক পুরনো। তবে নতুনদের কাছে অবশ্যই তা নতুন। যাদের এ বিষয়ে কোনো জ্ঞানই নেই। তাদের জন্যই আজ আমি ডোমেইন ও হোস্টিং নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করে দেই।
ডোমেইন
ডোমেইন কি: ডোমেইন ইংরেজি শব্দ। যার অর্থ হলো স্থান বা এলাকা। তবে এই স্থান বা এলাকাটি হলো ইন্টারনেটে। একটি ওয়েবসাইট এর মাধ্যমে ইন্টারনেটে স্থান বা এলাকা করে নিতে দরকার হয় ডোমেইন। কিন্তু এই ডোমেইন কি? ডোমেইন হলো ওয়েবসাইট এর মাধ্যমে ইন্টারনেটে জায়গা করে নেবার জন্য একটি নাম বা ঠিকানা। একটি উদাহরণ এর মাধ্যমে বিষয়টি বোঝা যাক।
www.example.com
এখানে www. হলো প্রটোকল। আর example.com হলো ডোমেইন নেম। পৃথিবীতে ডোমেইন নেম কেবল একটি হয়। কারণ www.example.com এই ডোমেইন নেম আর দ্বিতীয়টি থাকতে পারে না।
ডোমেইন এর প্রকারভেদ : ডোমেইন ২ প্রকার। যথা:
১. টপ লেভেল ডোমেইন (.com,.net,.in,.tv ইত্যাদি)
২. ফ্রি ডোমেইন (.blogspot.com,.wordpress.com ইত্যাদি)
ডোমেইন শর্তাদি: ডোমেইন নেম এমন একটি নির্বাচন করতে হবে যা আগে কখনো ছিল না। আর ডোমেইন এ দুইটি বিরামচিহ্ন ব্যবহার করা যাবে। এগুলো হলো ( হাইফেন ও ফুলস্টপ)
ডোমেইন মূল্য: শুধু টপ লেভেল ডোমেইন নেম কিনতে হয়। ভালো কোম্পানিতে ডোমেইন মূল্য ৯৬ টাকা থেকে শুরু হয়। যেমন .xyz এর মুল্য ৯৬ টাকা। তবে বিভিন্ন ডোমেইন এর মূল্য বিভিন্ন রকম হয়ে থাকে।
হোস্টিং
হোস্টিং কি: হোস্টিং আবার ডোমেইন এর সাথে রিলেটেড বা সম্পর্কযুক্ত। ধরুণ একটি ডোমেইন কেনা হলো। এখন এই ওয়েবসাইটে লেখালেখি, ভিডিও, অডিও, পিকচার ইত্যাদির জন্য যে জায়গা দরকার তারই কাজ করে হোস্টিং। আশা করি হোস্টিং কি তা বুঝতে পেরেছেন।
হোস্টিং এর প্রকারভেদ: হোস্টিং মূলত ২ প্রকার। যথা:
১. লিমিটেড
২. আনলিমিটেড
তবে ভালো কোম্পানির হোস্টিং 24/7 সার্ভিস দায়ে থাকে।
হোস্টিং এর মূল্য: টপ লেভেল ডোমেইন এর জন্য হোস্টিং বিভিন্ন মূল্যের হয়ে থাকে। তবে তা নির্ভর করে হোস্টিং এর মানের উপর। সর্বনিম্ন ৪৫০ থেকে লাখ টাকা পর্যন্ত এর মুল্য হয়ে থাকে। আর হোস্টিং এর জন্য প্রতি মাসে বা প্রতি বছরে নির্দিষ্ট পরিমাণে রিনিউ টাকা দিতে হয়। নইনে ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তবে ফ্রি ডোমেইন এর জন্য কোনো হোস্টিং আলাদা করে কিনতে হয় না। তা আনলিমিটেড হয়ে থাকে।
আজ এ পর্যন্তই। আশা করি ডোমেইন ও হোস্টিং কি তা আপনি বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট করুন। খোদা হাফেজ।
No comments:
Post a Comment