এই পদ্ধতি অনুসরণ করে জি-মেইল হ্যাকিং সম্ভাবনা ১০০ভাগ কমিয়ে দিন - Build a better life.

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 13 December 2017

এই পদ্ধতি অনুসরণ করে জি-মেইল হ্যাকিং সম্ভাবনা ১০০ভাগ কমিয়ে দিন













Hi,,, আজকে আমি জি-মেইল নিয়ে আলোচনা করবো। আজকের কনটেন্টে আমি বলবো কিভাবে জি-মেইলের থার্ড পার্টি ব্যবহার করে জি-মেইল অ্যাকাউন্ট সাইন ইন আরো শক্তিশালী করে হ্যাকিং সম্ভাবনা ১০০% কমিয়ে আনা যায়। এটি সম্পূর্ণ নিরাপদ। চলুন শুরু করে দেই।

প্রথমে আপনার পছন্দের ব্রাউজার ওপেন করে সাইন করুন। মোবাইন ফোন হলে সাইন ইনের পর ডেস্কটপ ভারসনে ক্লিক করে ডেস্কটপ মুডে নিয়ে আসতে হবে। এরপর উপরে  ডানপাশে থাকা My Account এ ক্লিক করুন। 


এরপর একটি নতুন পেজ চালু হবে। চালু হলে সেখানে অনেক অপশন দেখতে পাবেন। কিন্তু একটু নিচে গিয়ে "Signing in to google" এ ক্লিক করতে হবে। ঠিক নিচের চিত্রের মতো।
















এরপরের কাজ সহজ যা দেখলেই বুঝতে পারবেন। একটু নিচে গিয়ে "2-Step Varification" এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন। 





















এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে "Get Started" এ ক্লিক করুন। তবে একটি কথা যা আমাকে প্রথমেই বলা লাখতো। তবে সমস্যা নেই। এখন আপনাকে একটি ভেরিফিকেশন নাম্বার দিতে হবে। এখন "Next" এ ক্লিক করুন। 




















এখন কাজ প্রায় শেষের দিকে। এখন যেই মোবাইল নাম্বারটা দিলেন তাতে একটি কোড যাবে। "Next" এ ক্লিক করার পর কোড বসানোর জায়গায় কোডটি দিয়ে দিন। ঠিক নিচের মতো।















আপনার কাজ শেষ। এখন থেকে যখনি আপনার জি-মেইল অ্যাকাউন্টে সাইন ইন করবেন তখনই একটি ভেরিফিকেশন কোড ফোন নাম্বারে চলে যাবে। আর ওই কোড দিলেই শুধু সাইন ইন হবে। আর এভাবেই জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হবার সম্ভাবনা একেবারেই ধুলোয় মিশে যাবে। Tnx...বুঝতে না পারলে Cmnt করুন। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here