Hi,,, আজকে আমি জি-মেইল নিয়ে আলোচনা করবো। আজকের কনটেন্টে আমি বলবো কিভাবে জি-মেইলের থার্ড পার্টি ব্যবহার করে জি-মেইল অ্যাকাউন্ট সাইন ইন আরো শক্তিশালী করে হ্যাকিং সম্ভাবনা ১০০% কমিয়ে আনা যায়। এটি সম্পূর্ণ নিরাপদ। চলুন শুরু করে দেই।
প্রথমে আপনার পছন্দের ব্রাউজার ওপেন করে সাইন করুন। মোবাইন ফোন হলে সাইন ইনের পর ডেস্কটপ ভারসনে ক্লিক করে ডেস্কটপ মুডে নিয়ে আসতে হবে। এরপর উপরে ডানপাশে থাকা My Account এ ক্লিক করুন।
এরপরের কাজ সহজ যা দেখলেই বুঝতে পারবেন। একটু নিচে গিয়ে "2-Step Varification" এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।
এরপর আপনার পাসওয়ার্ড দিয়ে "Get Started" এ ক্লিক করুন। তবে একটি কথা যা আমাকে প্রথমেই বলা লাখতো। তবে সমস্যা নেই। এখন আপনাকে একটি ভেরিফিকেশন নাম্বার দিতে হবে। এখন "Next" এ ক্লিক করুন।
এখন কাজ প্রায় শেষের দিকে। এখন যেই মোবাইল নাম্বারটা দিলেন তাতে একটি কোড যাবে। "Next" এ ক্লিক করার পর কোড বসানোর জায়গায় কোডটি দিয়ে দিন। ঠিক নিচের মতো।
No comments:
Post a Comment