নিত্যনতুন ওয়ালপেপার নিয়ে হাজির এখন গুগল - Build a better life.

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 12 December 2017

নিত্যনতুন ওয়ালপেপার নিয়ে হাজির এখন গুগল

হাই,,,সকলে কেমন আছেন। আমি ভালো আছি। আজ আমি আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে কথা করবো। আর তা হলো ওয়ালপেপার নিয়ে। আমরা অনেকেই আছি যারা ফোনে নতুন সুন্দর ওয়ালপেপার দিতে পছন্দ করি। তাই অনেক জায়গা থেকে সুন্দর সুন্দর ওয়ালপেপার সংগ্রহ করি। কিন্তু এখন সহজেই সুন্দর সুন্দর ওয়ালপেপার এনে দিচ্ছে গুগল।


গুগল এখন তাদের সেবার খুবই জনপ্রিয়। গুগল এলএলসি প্রয়োজনীয় প্রায় সকল অ্যাপ তৈরি করেছে। এখন তারা ওয়ালপেপার নিয়েও একটি অ্যাপ বানিয়েছে।  অ্যাপটির নাম হলো Wallpapers।












এখানে প্রতিদিনই নতুন নতুন ওয়ালপেপার দেওয়া হয়। প্লে স্টোরে এর রিভিউ হলো ৪.৩ এবং ডাউনলোড হয়েছে ১০ মিলিয়ন। অ্যাপটি মোবাইলের ৪.১ থেকে উপরের সকল ভারসনে সাপোর্ট করে। অ্যাপটি ফ্রি ডাউনলোড করুন এখানে। আপনিও এখানে আপনার পছন্দের ওয়ালপেপার পাবেন ইনশাল্লাহ।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here