গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার উপায় - Build a better life.

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 14 December 2017

গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার উপায়


আসসালামু আলাইকুম। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি কনটেন্ট তুলে ধরবো। আর তা হলো কিভাবে গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেইজ ডাউনলোড করা যায়। যাদের ওয়েবসাইট আছে আশা করি তাদের জন্য এই কনটেন্ট খুবই কাজে লাগবে। তো চলুন কাজের কথায় আসি।
১. প্রথমে ডাটা কানেকশন অন করে গুগল ক্রোম (Google Chrome) এ ডুকতে হবে। তারপর উপরে ডানদিকে থাকা ৩টি ডট আইকনে ক্লিক করে " Request desktop site " এ ক্লিক করতে হবে। ঠিক নিচের ছবির মতো।
২. তারপর সার্চ বক্সে যা সার্চ দিতে চান তা লিখবেন। সার্চ দেবার পর উপরে ডানে "Settings" এ ক্লিক করে "Advanced Search" এ ক্লিক করেতে হবে। কিভাবে ছবিতে দেখুন।

৩. এরপর কি করতে হবে তা নিচের ছবিতে দেখুন।

৪. এরপর "Image" এ ক্লিক করুন।  এখন গুগল যেসব ইমেজ শো করবে সবই কপি রাইট ফ্রি। 

বিদ্র: এভাবে গুগল থকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়। আমাদের অনেকেরই কপিরাইট ফ্রি ইমেজ দরকার হয়। যাদের দরকার হয় তারা এভাবে তা ডাউনলোড করতে পারে। তবে মনে রাখবেন এভাবে setting পরিবর্তন করে ডাউনলোড দেবার পর ক্রোম থেকে একেবারে বেরিয়ে আসলে আবার ডাউনলোড দিলে আবার setting পরিবর্তন করতে হবে। Tnx...bye.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here