আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো কিভাবে ইউটিউব থেকে ভিডিও গ্যালারিতে ডাউনলোড করবেন। চলুন শুরু করি।
১.প্রথমে আপনার পছন্দের ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখুন www.savefrom.net
২. তারপর আপনি নিচের মতো এই সাইটের হোম পেজ দেখতে পাবেন।
এরপর তীর চিন্হ দিয়ে মার্ক করা আইকনে ক্লিক করে ইন্সটল অপশন থেকে অ্যাপটি ইন্সটল করুন।
৩. অ্যাপটি ইন্সটল করার পর এবার ইউটিউব এ ঢুকুন। তারপর যেই ভিডিওটি ডাউনলোড করবেন তার পাশে থাকা আইকনে ক্লিক করে শেয়ার এ ক্লিক করুন।
৪.এরপর নিচের মতো আসবে। এরপর savefrom অ্যাপটিতে ক্লিক করুন।
৫. তারপর নিচের মতো আসবে। তখন আপনি কোন পিক্সেলের ভিডিও ডাউনলোড করবেন তা সিলেক্ট করুন। তখনই ভিডিও গ্যালারিতে ডাউনলোড শুরু হয়ে যাবে।
আপনার কাজ শেষ। এখন গ্যালারিতে গিয়ে দেখুন ভিডিওটি ডাউনলোড হয়ে বসে আছে। কনটেন্টটি পরে হয়তো মনে হতে পারে অনেক বড় কাজ। কিন্তু না অনেক ছোট। আশা করি বুঝতে পেরেছেন। খোদা হাফেজ।
No comments:
Post a Comment